স্পোর্টস ডেস্কঃ গ্লোবাল টি-টোয়েন্টিতে আবারও জ্বলে উঠলেন সাকিব আল হাসান। গতরাতে মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে মন্ট্রিয়ল টাইগার্স জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। আগে ব্যাট করে ১৪০ রানের বেশি করতে পারেনি মিসিসাগা। সাকিব বল হাতে ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন।
জবাব দিতে নেমে ক্রিস লিনের ৬৪ ও সাকিবের ৩৬ রানের সুবাদে বড় জয় পায় মন্ট্রিয়ল। আগের ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের পরও ম্যাচসেরা হতে পারেননি সাকিব। এই ম্যাচেও সেরার পুরস্কার পাননি বাংলাদেশের তারকা। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে প্যান্থার্সের ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন পাকিস্তানের পেসার কালিম সানা।
ওন্টারিওর ব্রাম্পটনে রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় মন্ট্রিয়ল। কিন্তু ওপেনার লিনের ৪৫ বলে ৬৪ রানের ইনিংসে জয়ের পথেই থাকে তারা। সাকিব ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৪ বলে ৫ চার ও ২ ছয়ে করেছেন ৩৬ রান। লিনের ইনিংসে ছিল ৯ চার ও ১ ছক্কা। এছাড়া শেরফানে রাদারফোর্ড করেন ২০ বলে ২৭ রান। ৪টি চার হাঁকান এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০