স্পোর্টস ডেস্কঃ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে টানা তৃতীয় জয় পেয়েছে মন্ট্রিয়ল টাইগার্স। গতরাতে ভ্যানকুভার নাইটসের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে ক্রিস লিনের দল। এই ম্যাচে অবশ্য ব্যটে-বলে ব্যর্থ হয়েছেন মন্ট্রিয়লের অলরাউন্ডার সাকিব আল হাঁসান।
ব্রাম্পটনে বল হাতে ৪ ওভারে ৪১ রান খরচ করেন সাকিব। মন্ট্রিয়লের হয়ে তার ইকোনমিই (১০.২৫) সর্বোচ্চ। বিনিময়ে নিতে পারেননি কোনো উইকেটও। পরে ব্যাট হাতে ৮ বলে ১২ রান করেই সাজঘরে ফেরেন এ তিনি। এর আগে ফখর জামান ৫৩ বলে ৭৩ করলে ১৪৯ রান স্কোর বোর্ডে পায় ভ্যানকুভার।
রান তাড়ায় মন্ট্রিয়ল টাইগার্স মূলত ম্যাচ জিতেছে শেরফান রাদারফোর্ডের ৫৩ বলে ৮৪ রানের ইনিংসে। টানা তিন জয়ে এখন পয়েন্ট তালিকার শীর্ষে মন্ট্রিয়েল টাইগার্স। ম্যাচসেরা হওয়া রাদারফোর্ড ৫৩ বলে ৮৪ ও দিপেন্দ্র ২২ বলে ২২ রান করেন। ভ্যানকুভারের হয়ে ২টি উইকেট নেন ফ্যাবিয়ান অ্যালেন।
ব্যাট হাতে সাকিব ক্রিজে আসেন তিন নম্বরে। ২ চারে দারুণ শুরু করলেও স্কুপ খেলতে গিয়ে ৮ বলে ১২ রান করে আউট হন তিনি। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পায় মন্ট্রিয়ল। সেই দুই ম্যাচে ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন সাকিব। তবে এবার জ্বলে উঠতে পারলেন না। কিন্তু দলের জয় এতে থামে নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০