স্পোর্টস ডেস্কঃ কানাডায় চলমান গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডাক পেলেও, খেলতে যাওয়া হচ্ছে না আফিফ হোসেন ধ্রুব’র এই তারকা ক্রিকেটার ভিসা জটিলতার কারণে খেলতে যাচ্ছেন না সেখানে। আপাতত জাতীয় দলের ক্যাম্পেই থাকছেন।
সাকিব আল হাসান ও লিটন দাস খেলছিলেন আগে থেকেই। তৃতীয় বাংলাদেশি হিসেবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে ডাক পান আফিফ। লিটনের দল সারে জাগুয়ার্সের হয়ে খেলার প্রস্তাব পান তিনি। এরপর বাঁহাতি এই ব্যাটারকে টুর্নামেন্টটি খেলার জন্যঅনাপত্তিপত্র (এনওসি) প্রদানও করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে শেষ পর্যন্ত আর টুর্নামেন্টটিতে খেলতে যাচ্ছেন না তিনি। মূলত ভিসা জটিলতার কারণে সেটি সম্ভব হচ্ছে না। আবেদন করলেও, এখন পর্যন্ত ভিসা পাননি আফিফ। এদিকে গ্রুপ পর্বে সারে জাগুয়ার্সের আর মাত্র একটি ম্যাচ বাকি আছে। যেটি কিনা আগামীকাল অর্থাৎ, ২ আগস্ট হবে। সেই ম্যাচে খেলতে পারবেন না।
যদি শেষ পর্যন্ত ভিসা পানও, প্লে-অফের ম্যাচ খেলতে হবে। তবে সেটার জন্য খুব শীঘ্রই যেতে হবে। কেননা ৬ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। আর তাই শেষ পর্যন্ত টুর্নামেন্টটিতে খেলতে যাচ্ছেন না তিনি। বর্তমানে জাতীয় দলের চলমান ফিটনেস ক্যাম্পেই তাই মনোযোগ দিচ্ছেন আফিফ।
এদিকে গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিল টাইগার্সের হয়ে ৫ ম্যাচ খেলেই চলে এসেছেন সাকিব আল হাসান। তিনি এখন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। সেখানে ইতিমধ্যেই একটি ম্যাচও খেলে ফেলেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post