স্পোর্টস ডেস্কঃ ২০১৯ সালের পর আবারও মাঠে গড়াছে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। মাঝে করোনার কারণে আয়োজন হয় নি এই লিগ। এবার শুরুর অপেক্ষায় তৃতীয় আসর। মঙ্গলবার লিগের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। মন্ট্রিল টাইগার্সের আইকন প্লেয়ার হিসেবে আজ বাংলাদেশ অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে।
গ্লোবাল লিগে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিরা সব তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। সেখানে মার্কি ক্যাটাগরিতে সাকিব ও আন্দ্রে রাসেলকে দলে যুক্ত করে মন্ট্রিল টাইগার্স ফ্র্যাঞ্চাইজি। এদিকে সারে জাগুয়ারসের হয়ে খেলবেন অ্যালেক্স হেলস ও ইফতিখার আহমেদ। ভ্যাঙ্কুভার নাইটসের জার্সিতে দেখা যাবে মোহাম্মদ রিজওয়ান ও রাসি ভ্যান ডার ডুসেনকে।
মিসিসাউগা প্যান্থারসের হয়ে শোয়েব মালিক, ক্রিস গেইল, টরন্টো ন্যাশনালসের হয়ে কলিন মুনরো শহীদ আফ্রিদি এবং ব্রাম্পটন উলভসের হয়ে খেলতে দেখা যাবে হরভজন সিং এবং কলিন ডি গ্র্যান্ডহোমের মতো ক্রিকেটারকে। আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে গ্লোবাল টি-টোয়েন্টির তৃতীয় আসর, যা ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ৬ আগস্ট।
এদিকে আগামী ৩০ জুলাই লঙ্কা প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের পর্দা উঠবে, ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ২০ আগস্ট। আর ১৪ জুন প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলার কথা রয়েছে সাকিবের। তারকা এই অলরাউন্ডারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে গল গ্ল্যাডিয়েটরস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post