স্পোর্টস ডেস্কঃ নেপালকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডিতে টানা চতুর্থ শিরোপা জিতল স্বাগতিক বাংলাদেশ। সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকরা ৪৫-৩১ পয়েন্টে হারিয়েছে নেপালকে।
প্রথমার্ধে বাংলাদেশ ২৪-১০ পয়েন্টে এগিয়েছিল। শুরু থেকে প্রাধান্য নিয়ে খেলে আবদুল জলিলের দল নেপালকে কোনঠাস করে রাখে। আগের দিন সেমিফাইনালে কেনিয়াকে টাইব্রেকারে হারানো নেপাল স্বাগতিকদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি। দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে স্বাগতিকরা।
এরপর মালয়েশিয়ার বিপক্ষে ৭৩-২২ পয়েন্ট ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ৫৯-১৯ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্টে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এরপর নেপালকে ৪৬-৩১ পয়েন্টে হারিয়ে টানা পাঁচ জয়ে গ্রুপ সেরা হয় তারা। সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪১-১৮ পয়েন্টে উড়িয়ে ফাইনালে পা রেখেছিলো বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post