কারণ ছাড়াই বিসিবি জাতীয় লিগের ভেন্যু থেকে বাতিল করলো সিলেট ক্রিকেট স্টেডিয়ামকে

    0
    82

    নিজস্ব প্রতিবেদক: চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)’র খেলা হচ্ছে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র কর্মকর্তারা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত সিলেটের হোম ম্যাচগুলো সরিয়ে নিলেন অন্যত্র।

    যেখানে সিলেটে চারটি ম্যাচ হওয়ার কথা ছিলো সেখানে মাত্র দু’টি ম্যাচ হয়েই শেষ জাতীয় লিগের সিলেট পর্ব।

    বিস্ময়কর হলেও সত্য জাতীয় লিগের খেলাগুলো রোববার থেকে শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ভেন্যুর খেলার ব্যাপারে এখনো (বৃহস্পতিবার দুপুর) পর্যন্ত কিছুই জানেননি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস সূজক। ক্রিকেট বোর্ড হঠাৎ ম্যাচ সরিয়ে নিলেও ভেন্যু ম্যানেজার সে ব্যাপারে অবগত নয়।

    জাতীয় লিগ কমিটির চেয়ারম্যান আরিফুল ইসলাম মুঠোফোনে সিলেট ভেন্যুর ব্যাপার নিয়ে প্রথমে কথা বললেও পরবর্তীতে নিজের পরিচয় অস্বীকার করেন। তবে এই কর্মকর্তা জানালেন ভেন্যু বদলের সিদ্ধান্ত তাদের নয়, এটা বোর্ড পরিচালকদের। এখানে তাদের করার কিছু নেই।

    কিন্তুু ভিন্ন কথা জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের প্রথম ম্যাচ অনুষ্টিত হয় গত ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর। চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি সমতায় শেষ হয়। দ্বিতীয় ম্যাচটি অনুষ্টিত হয় ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর। স্বাগতিক সিলেট রংপুরের কাছে হেরে যায়।

    সিলেট ক্রীড়া সংগঠকরা লিগের শুরুতে গণমাধ্যমকর্মীদের জানিয়ে ছিলেন সিলেটে চারটি ম্যাচ হতে পারে। স্বাগতিক সিলেটের তিনটি ম্যাচ। এছাড়াও রংপুর বনাম চট্টগ্রামের ম্যাচটি।

    তবে রংপুর-চট্টগ্রামের ম্যাচটি হয়েছে, স্বাগতিক সিলেট খেলেছে তাদের একটি ম্যাচ। কিন্তুু এরই মধ্যে জানা গেলো সিলেট ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের আর কোন খেলা হবে না। সবগুলো ম্যাচ নিয়ে যাওয়া ঢাকার ফতুল্লায়। সিলেটের সব সুযোগ-সুবিধা নিয়ে সুষ্টু, সুন্দর পরিবেশেই দু’টি ম্যাচ সম্পন্ন হয়েছে।

    সিলেট বিভাগীয় ক্রিকেট দল তাদের প্রথম গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর স্বাগতিক রাজশাহীতে গিয়ে খেলে আসলেও সিলেটে রাজশাহী বনাম স্বাগতিক সিলেটের ম্যাচটি হবে না। অজানা কারণে শুধু এ ম্যাচটি নয়, অন্য ম্যাচগুলোও সরিয়ে নেওয়া হয়েছে।

    জাতীয় লিগের সিলেট ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস সূজক বৃহস্পতিবার দুপুরে বলেন, জাতীয় লিগের মাচের ব্যাপারে ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে কিছুই জানায়নি। কবে ম্যাচ হবে? হবে কি না সে ব্যাপারে আমি জানিনা।

    বৃহস্পতিবার দুপুরে বক্তব্য জানার জন্য লিগ কর্মকর্তা আরিফুর রহমানের মুঠোফোনে কল দেওয়া হয়। তিনি ফোন রিসিভড করার পর এসএনপিস্পোর্টস২৪ডটকমের প্রতিবেদক তার পরিচয় নিশ্চিত হন। তিনি নিজেকে আরিফুল পরিচয় দিয়ে জানতে চান সিলেটে কি ফিক্সার দেওয়া হয়েছে। এসসময় প্রতিবেদক হোমঅ্যাওয়ের কথা জানালে তিনি বলেন, হ্যাঁ হোমঅ্যাওয়ে ভিত্তিতে সিলেট তো একটা ম্যাচ পেয়েছে।

    এসময় স্বাগতিক সিলেটের রাজশাহী সহ অন্য ম্যাচগুলো সর্ম্পকে জানতে চাওয়া হলে তিনি বলেন, ভেন্যু বদলের সিদ্ধান্ত আমাদের নয়, এটা বোর্ড পরিচালক করে থাকেন। আপনে আমার সাথে কথা না বলে বোর্ডের সাথে কথা বলেন। আমি লিগের কেউ নয়।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ক্রিকেট বোর্ড শুধু সিলেটের নয়, সবগুলো ম্যাচই ফতুল্লায় নিয়ে গেছে।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here