কারানকে ফিরিয়ে জুটি ভাঙলেন মিরাজ

0
56

নিজস্ব প্রতিবেদকঃ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল ইংল্যান্ডের চতুর্থ উইকেটে গড়া জুটি। জেমস ভিন্স ও স্যাম কারানের সেই জুটি অবশেষে ভেঙে দিতে পেরেছে বাংলাদেশ। আর এই জুটি ভাঙার কারিগর মেহেদী হাসান মিরাজ। কারানকে ফিরিয়ে ৪৯ রানের জুটিটি ভেঙে দিয়েছেন এই অফ-স্পিনার।

কারানকে ক্যাচ তুলে দিতেন মিরাজ। তার স্পিন ফাঁদে পড়ে উড়িয়ে মারতে গিয়ে লং অফে লিটন দাসের সহজ ক্যাচে পরিণত হন কারান। এই বাঁহাতি ফিরে যান ৪৯ বলে ১টি করে বাউন্ডারি ও ছয়ের মারে ২৩ রান করে। কারানের বিদায়ে নতুন করে জমে উঠেছে ম্যাচ। দুই দলের অবস্থান এখন সমান সমান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সবশেষ সংগ্রহ ২৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৭ রান। জয়ের জন্য ২৬ ওভারে ১৪০ রান প্রয়োজন সফরকারীদের। ভিন্স ২৭ রান ও সদ্য উইকেটে আসা বাটলার ১ রান করে অপরাজিত আছেন।

এর আগে ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল ইংল্যান্ড। তবে হুট করে সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণির সাথে এবাদত হোসেনের পেসে বিপাকে পড়ে সফরকারীরা। টানা তিন ওভারে টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে বসে।  দারুণ শুরু পাওয়া ইংল্যান্ড দলের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব। নবম ওভারের শেষ বলে আক্রমণাত্বক হওয়া ফিল সল্টকে কাভারে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের তালুবন্দি করেন। ৫৪ রানের উদ্বোধনী জুটি ভেঙে সল্ট ফিরেন ২৫ বলে ৭ বাউন্ডারিতে ৩৫ রান করে।

পরের ওভারেই সদ্য উইকেটে আসা ডেভিড মালানকে ফেরান এবাদত। ওভারের পঞ্চমে এবাদতের বলে সেই মাহমুদউল্লাহর হাতেই মিড অনে ক্যাচ তুলে দেন মালান, ফিরে যান ডাক মেরে। পরের ওভার, অর্থাৎ ১১তম ওভারের প্রথম বলেই জেসন রয়কে বোল্ডআউট করেন সাকিব। সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৩৩ বলে ৩ বাউন্ডারিতে ১৯ রান করেন আগের ম্যাচেই সেঞ্চুরি হাঁকানো জেসন।

এক রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া ইংল্যান্ড দল এরপর ব্যাটিংয়ে দিয়েছে চমক। ব্যাটিং অর্ডারে উন্নতি করে স্যাম কারানকে পাঁচে নামিয়েছে ইংলিশরা। সেই জুটি এবার ভেঙে দিলেন মিরাজ। দেখার পালা এই উইকেটের মধ্য দিয়ে ম্যাচে ফিরতে পারে কিনা স্বাগতিকরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here