নিজস্ব প্রতিবেদক:: বৃষ্টির কারণে ওভার কমলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৪.৩ ওভার পরেই হোম অব ক্রিকেটে বৃষ্টি শুরু হলে ম্যাচ বন্ধ হয়ে যায়।
আম্পায়াররা মাঠ পরিদর্শন করে ম্যাচ শুরুর সময় নির্ধারণ করেছেন বিকেল সাড়ে ৪টায়। ৫০ ওভারের ম্যাচ হবে ৪২ ওভারের। প্রতি ইনিংসে কাটা পড়েছে ৮ ওভার করে। ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান তুলেছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়াং।
এর আগে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর টাইগারদের একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবাল ও সৌম্য সরকার। মিরপুরে আজ তামিম-রিয়াদ ছাড়াও সুযোগ পেয়েছেন সৌম্য। এছাড়া একাদশে আছেন নুরুল হাসান সোহানও। অভিজ্ঞ মুশফিকুর রহিম বিশ্রামে থাকায় উইকেটকিপার ব্যাটার হিসেবে খেলছেন তিনি।
মাহমুদউল্লাহ সর্বশেষ ওয়ানডে খেলেছেন এই বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। সৌম্য সবশেষ মাঠে নামেন ২০২১ সালে। এদিকে এশিয়া কাপে সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে সুযোগ পাওয়া এনামুল হক বিজয়ের জায়গা হয়নি একাদশে। আছেন আন্তর্জাতিক অভিষেকে ভারতের ভীত নাড়িয়ে দেওয়া তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ- লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ- ফিন অ্যালেন, উইল ইয়াং, হেনরি নিকোলস, চ্যাড বোয়েস, টম ব্লুন্ডেল (উইকেটকিপার) রাচিন রবীন্দ্র, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ইশ সোধি, কাইল জেমিসন ও কোল ম্যাককনচি।