স্পোর্টস ডেস্কঃ বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ। অবশ্য বৃষ্টিতে বিঘ্ন হওয়ার পর খেলা ফের শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকা পেয়েছে নতুন লক্ষ্য। জিততে হলে মারকুটে ব্যাটিংয়ের বিকল্প নেই প্রোটিয়াদের সামনে।
বৃষ্টি শেষে ফের খেলা শুরু হয়েছে। ২০ ওভার ব্যাট করতে হবে না দক্ষিণ আফ্রিকাকে। ৬ ওভার কাটা পড়েছে দলটির ইনিংসে। নতুন লক্ষ্য দেওয়া হয়েছে। ১৪ ওভারে প্রোটিয়াদের লক্ষ্য ১৪২ রান। রিভার্স টার্গেটে ম্যাচ অফিসিয়ালরা এই লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে।
বৃষ্টির আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান। এখন ৫ ওভারে অর্থাৎ, ৩০ বলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ৭৩ রান। যেখানে বিধ্বংসী ক্রিকেট খেলা ব্যাতীত উপায় নেই দক্ষিণ আফ্রিকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা