স্পোর্টস ডেস্কঃ ভারতকে উড়িয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। কটকে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে টেম্বা বাভুমার দল। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেছে সফরকারীরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬ উইকেটে ১৪৮ রান তুলতে পারে ভারত। অল্প পুঁজি নিয়েও প্রতিপক্ষকে শুরুতে চেপে ধরেছিল তারা। কিন্তু হেনরি ক্লাসেনের ঝড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। লক্ষ্যে পৌঁছে যায় ১০ বল বাকি থাকতে।
মূলত দিনেশ কার্তিকের শেষ দিকের আগ্রাসী ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় ভারত। ১৯তম ওভারে দুই চার ও শেষ ওভারে এক চারের সঙ্গে দুই ছক্কা হাঁকান তিনি। সাত নম্বরে নেমে ২১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন কার্তিক। এর আগে ৬ নম্বরে নেমে অক্ষর প্যাটেল ১১ বলে ১০ করে এনরিখ নরকিয়ার বলে বোল্ড হন। কার্তিকের মতো ফিনিশারকে অক্ষরের পরে নামানোয় সাবেক ভারত অধিনায়ক সুনীল গাভাসকার ক্ষোভ প্রকাশ করেছেন।
গাভাসকার বলেছেন, ‘সাধারণত যারা পরের দিকে নেমে দ্রুত রান তোলে, তাদের ফিনিশার বলা হয়। যখনই ফিনিশার প্রসঙ্গে কিছু বলা হয়, তখনই অনেকে মনে করতে পারেন ফিনিশার ১৫ ওভারের পরে ব্যাট করতে নামবে। ১২ বা ১৩ ওভারের পরে সে ব্যাট করতে কখনোই নামবে না। আইপিএলে এ রকমই ঘটেছে। অনেক দলই তাদের বিগ হিটারদের শেষ চার-পাঁচ ওভারের জন্য রেখে দেয়। কারণ তারা যখন আসে তখন থেকেই ছক্কা মারে। তারা যখন ব্যাটিং এরিয়ায় আসে এবং বলকে ঘিরে কাজ করে, তখন তারা উইকেটের অনুভূতি পায় এবং শেষ ৪-৫ ওভারে তারা সেই অনুযায়ী ব্যাট করতে পারে।’
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি আগামী মঙ্গলবার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০