কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচের বিবেচনায় নেই

0
46

স্পোর্টস ডেস্ক:: কাতার বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পরপরই কোচ তীতে সরে দাঁড়ান। এরপরই থেকে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নতুন কোচের সন্ধান করছে। আলোচনায় ছিলেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ কোচের ব্রাজিলের ডাগ আউটে থাকার সম্ভাবনা নিয়ে অনেক প্রতিবেদন এসেছে।

শুক্রবার ইএসপিএন ব্রাজিল সংবাদমাধ্যম জানায়, কার্লো আনচেলত্তিও ব্রাজিলের কোচের দায়িত্ব নিতে সম্মতি দিয়েছেন। কিন্তুু এরপরই ব্রাজিল ফুটবল কনফেডারেশন বিবৃতি দিয়ে নাকচ করে দেয় এমন খবর। তারা জানিয়ে দিয়ে, কার্লো আনচেলত্তি কোচ হওয়ার খবরটি ভিত্তিহীন।

কোচ নিয়োগ প্রসঙ্গে এক বিবৃতিতে সিবিএফ লেখে, ‘রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের নতুন কোচ হওয়ার খবরটি ভিত্তিহীন। গত বুধবার কোপা দো ব্রাজিলের ড্র অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেস যেই বক্তব্য দিয়েছিলেন, সেটা এখনো তিনি বহাল রাখছেন। কর্মকর্তারা কোচ নিয়োগের ব্যাপারটা স্বচ্ছভাবেই সামলাচ্ছেন এবং নতুন কোচের নাম সঠিক সময়ে ঘোষণা করা হবে।’

বিশ্বকাপের পর মার্চ থেকেই আবারো মাঠে নামবে জাতীয় দলগুলো। ২০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্টিত হবে। সে সময় ব্রাজিলের কোচের দায়িত্ব কে সামলাবেন সেটা নিয়েই আলোচনা হচ্ছে। এর আগে কোচ নিয়োগ না হলে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্বে থাকবেন রামোণ মেনেজেস।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন কোচ হিসেবে অবশ্য দেশের বাইরের কাউকে খুব একটা বিবেচনা করে না। সব সময়ই নেইমারদের কোচ হিসেবে ব্রাজিলিয়ানরাই দায়িত্ব পালন করে থাকেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here