কাল ট্রফি না দিলে আর নেবে না চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

0
29

নিজস্ব প্রতিবেদক:: রীতি অনুযায়ী সবশেষ ম্যাচেই চ্যাম্পিয়ন-রানার্সআপ ট্রফি দেওয়া হয়। তবে এবার সেই রীতি ভাঙতে চাইছে প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তারা এক ম্যাচ আগেই ট্রফি চেয়েছে। সেদিন ট্রফি না দিলে চ্যাম্পিয়ন ট্রফি আর নেবে না দলটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এক ম্যাচে আগে তাই ট্রফি দিতে চিঠি দিয়েছে ঘরোয়া ফুটবলের ধনাঢ্য ক্লাবটি।

প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছে বসুন্ধরা কিংস। রানার্সআপ হয়েছে আবাহনী। কাল সোমবার ২১তম রাউন্ডে মাঠে নামবে কিংসরা। নিজেদের হোম ভেন্যু কিংস অ্যারেনায় তাদের ওই ম্যাচেই চ্যাম্পিয়ন ট্রফি চেয়েছে ক্লাবটি। তাদের শেষ ম্যাচ ১ আগস্ট মুন্সিগঞ্জে। রানার্সআপ আবাহনীরও শেষ ম্যাচ ১ আগস্ট গোপালগঞ্জে।

তার আগে আগামিকাল ২৫ জুলাই চ্যাম্পিয়ন-রানার্সআপ বসুন্ধরা কিংস ও আবাহনী মুখোমুখি হবে কিংস অ্যারেনায়। ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার। আগেই যে নির্ধারণ হয়ে গেছে চ্যাম্পিয়ন-রানার্সআপ। বসুন্ধরা কিংস নিজেদের হোম ভেন্যুতেই গ্রহণ করতে চায় চ্যাম্পিয়ন ট্রফি। করতে চায় হ্যাটট্রিক আনন্দের উদযাপন।

সেদিন তাই বসুন্ধরায় কিংস অ্যারেনায় পুরস্কার বিরতণীর সব আয়োজনই করতে চায় ক্লাবটি। বাফুফের কর্মকর্তা, সাংবাদিক সবাই থাকবেন। তাই সেদিনই ট্রফি হস্তান্তরের জন্য বাফুফেকে চিঠি দিয়েছেন কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দেওয়া চিঠিত তিনি জানিয়েছে, ২৫ জুলাই সোমবার ট্রফি না দিলে বসুন্ধরা কিংস আর ট্রফি নেবে না।

রীতি ভেঙে কি তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সোমবার ট্রফি তুলে দেবে কিংস-আবাহনীর কর্তাদের হাতে। নাকি রীতি মেনেই চলবে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। কিন্তুু রীতি যদি মানতে চায় ফেডারেশন, তবে বাধবে বড় বিপত্তি। কিংস যে হুমকি দিয়ে রেখেছে পরবর্তীতে আর তারা ট্রফিই নেবে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়?

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here