স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ভেসেছে বৃষ্টিতে। সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলের প্রথম ম্যাচটি বেরসিক বৃষ্টি কেড়ে নিয়েছে। তাই দ্বিতীয় ম্যাচটিতেই সিরিজে লিড নিতে চায় টাইগ্রেসরা।
কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শ্রীলঙ্কা ও বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল খেলবে তিন ম্যাচের টি-২০ সিরিজও।
বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ম্যাচটিতে বাংলাদেশ ব্যাটিংয়ের সুযোগ পায়নি। শ্রীলঙ্কা আগে ব্যাট করে ১৫২ রান তুলে ছয় উইকেটে। ইনিংসের ৩৬.৪ ওভারেই বৃষ্টিতে ম্যাচ পন্ড হয়ে যায়। লঙ্কানদের ছয় উইকেটের মধ্যে নাহিদা আক্তার ৩টি উইকেট শিকার করেন। একটি করে উইকেট লাভ করেন জাহানারা, সুলতানা ও ফাহিমা।
দুই দলের ওয়ানডে সিরিজটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। বাংলাদেশ দল সিরিজ জেতার লক্ষ্যেই দ্বীপরাষ্ট্রটি সফরে গেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post