নিজস্ব প্রতিবেদক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামিকাল রোববার থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)’র খেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এনএসিলের জন্য সিলেটকে ভেন্যুকে মনোনিত করে।
আগামিকাল সকাল ৯ টায় এনসিলে সিলেট ভেন্যুর খেলা উদ্বোধন হবে। সিলেটের মাঠে মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দল ও রংপুর বিভাগীয় ক্রিকেট দল।
দর্শকরা ফ্রিতে মাঠে বসে খেলা দেখতে পারবেন।
চট্টগ্রাম ও রংপুরের হয়ে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ও তরুণ প্রতিভাবান ক্রিকেটারা মাঠে নামবেন।
জাতীয় ক্রিকেট লিগের চার দিনের সিলেটে প্রথম ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০