স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল শুক্রবার রাতে ঢাকায় পৌছেছে। শনিবার বিশ্রাম নিয়ে আগামিকাল রোববার মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে নামবে জস বাটলাররা।
ইংলিশ ক্রিকেটাররা শনিবার বিশ্রামের ফাঁকে টিম হোটেলের অদূরে কুর্মিটোলায় গিয়ে গলফ খেলেছেন। আগামীকাল থেকেই ব্যাট-বলের অনুশীলনে নামবেন তারা।
রোববার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত মিরপুর একাডেমি ও শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে সফরকারীরা।
টাইগারদের বিপক্ষে ইংলিশদের প্রথম ওয়ানডে ৭ অক্টোবর মিরপুরে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৯ অক্টোবর। ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দু’দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০