নিজস্ব প্রতিবেদক:: ঢাকায় প্রথম পর্ব শেষে এবার সিলেটে শুরু হচ্ছে বিপিএলের দ্বিতীয় পর্ব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১২টি ম্যাচ হবে ছয় ম্যাচ ডেতে। সিলেটের সমর্থকেরা সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকায় মাঠে বসে দেখতে পারবেন বিপিএলের ম্যাচ।
পরদিন সোমবার থেকে শুরু হবে সিলেটের ময়দানি লড়াই। প্রতিদিন দুপুরে একটি ম্যাচ, সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচ অনুষ্টিত হবে। ছয় দিনের মধ্যে পাঁচ দিনই খেলবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের টিকিট বিক্রি করা হব তিনটি বুথে। এছাড়াও অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে শনিবার বিকেল থেকেই।
বিপিএলের অনলাইনে টিকিট বিক্রয়ের ওয়েব সাইট https://www.gobcbticket.com.bd থেকে দর্শকেরা অনলাইনের টিকিট কিনতে পারছেন। কাল রোববার সকাল ১০ টা থেকে বুথে টিকিট বিক্রি করা হবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বুথে অবশ্য বিকাল ৩টা থেকে টিকিট বিক্রি শুরু করা হবে। অন্য দুই বুথ আম্বরখানাস্থ মধুমতি ব্যাংক ও রিকাবীবাজারস্থ শিশু একাডেমি থেকে সকাল ১০ টা থেকে টিকিট বিক্রি করা হবে।
চারটি ক্যাটাগরিতে ১৫০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকায় কেনা যাবে টিকিট। শহীদ আবু সাঈদ স্যান্ড, পশ্চিম গ্যালারী ও গ্রীণহিল গ্যালারির টিকিট মিলবে ১৫০ টাকায়। ২৫০ টাকায় মিলবে পূর্ব গ্যালারির টিকিট। ক্লাব হাউজের টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। ৬০০ টাকায় মিলবে জিরো ওয়েস্ট জোনের টিকিট। আর ২ হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০