কাল শুক্রবার অনুর্ধ্ব-১৮ ক্রিকেটে সিলেটের প্রতিপক্ষ সুনামগঞ্জ

0
86

নিজস্ব প্রতিবেদক: সিলেট বিভাগীয় অনুর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামিকাল শুক্রবার থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ওঃয়ানডে ফরমেটের টুর্ণামেন্টটির সবগুলো ম্যাচই অনুষ্টিত হবে।

আগামিকাল শুক্রবার টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক সিলেট জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল। তাদের প্রতিপক্ষ সুনামগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল।

সকাল ৯ টায় ম্যাচটি শুরু হবে। এরই মধ্যে সিলেট ও সুনামগঞ্জ তাদের চূড়ান্ত দল ঘোষণা করেছে। সুনামগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল  আজ বৃহস্পতিবার সিলেট এসে পৌছেছে।

সিলেটের চূড়ান্ত স্কোয়াডের ১৫ জন খেলোয়াড় হলেন- অধিনায়ক অর্ক, অয়ন, ইমন, লাবিব, সিয়াম, ফাহিম, বদরুল, কামরান, ফাহমিদ, ইসহাক, আকাশ, তুষার, ফারহান, সাইফুল, শুভ।

সুনামগঞ্জের চূড়ান্ত স্কোয়াডের ১৪ জন খেলোয়াড় হলেন- সাকির হোসেন ফয়সল,  সানজিৎ শাহরিয়ার, নাঈম ইসলাম, এহসানুল হক, মিহাদ, সানি দাস, তোফায়েল আহমদ, জয়, পিয়াস রায়, নুহাস ইসলাম, রাজি, নোমান, সাদিক, সোহাস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here