কাল শুক্রবার একাদশে দু’টি পরবির্তন নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড

0
22

স্পোর্টস ডেস্ক: প্রথম টেস্টের মত সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্ট ম্যাচটি রোমাঞ্চকর হবে বলেই মনে করেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। ঢাকায় দ্বিতীয় টেস্টটি জমে উঠবে এমনটা জানিয়ে এই ইংলিশ দলপতি ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জানালেন, তাদের একাদশে দু’টি পরিবর্তন হচ্ছে।

বাঁহাতি স্পিনার জাফর আনসারির টেস্ট অভিষেক হচ্ছে জানিয়ে ইংলিশ অধিনায়ক কুকু বলেন,  অফস্পিনার গ্যারেথ ব্যাটির জায়গায় খেলবেন সারের ক্রিকেটের আনসারি। পেসার স্টুয়ার্ড ব্রডকে বিশ্রামে রেখে দ্বিতীয় টেস্টে একাদশে ফিরতে পারেন স্টিভেন ফিন।

দলে পরিবর্তন প্রসঙ্গে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক বলেন, ‘দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের হয়ে জাফরের ডেব্যু হচ্ছে আর সেটি গ্যারেথ ব্যাটির জায়গায়। ব্রডের জায়গায় দলে আসতে পারে ফিন।’

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের তিন উইকেট নিয়ে ইংল্যান্ডকে ২২ রানে জয় এনে দিতে অবদান রাখেন ব্যাটি। অন্যদিকে শততম টেস্ট ম্যাচের অপেক্ষায় ছিলেন ব্রড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here