স্পোর্টস ডেস্ক:: ক্রিকেট পাড়ায় ঈদ উৎসব শেষ। আগামিকাল সোমবার থেকে আবারো শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। ঈদুল ফিতরের বিরতিতে শেষ মাঠে নামছেন দেশের ক্রিকেটাররা।
সোমবার লিগ মাঠে ফেরার দিনে তিনটি ম্যাচ অনুষ্টিত হবে। শেরে বাংলা স্টেডিয়ামে হবে আবাহনী ও প্রাইম ব্যাংকের লড়াই, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও পার্টেক্স স্পোর্টিং ক্লাব এবং বিকেএসপির তিন নম্বর মাঠে নামবে লিজেন্ড অব রূপগঞ্জ ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি।
ঈদের ছুটির আমেজ শুধু ক্রিকেট পাড়ায় নয়, অফিস-আদালতেও শেষ হচ্ছে। সোমবার থেকে খুলবে সরকারি, বেসরকারি অফিস, প্রতিষ্ঠানগুলো। ২১ এপ্রিল থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠানও।
ইতিমধ্যে ফুটবল মাঠে ফিরেছে। ঈদের ছুটি শেষে শুরু হয়েছে হকি লিগও। এবার ক্রিকেটও মাঠে গড়াচ্ছে ঈদের ছুটি শেষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post