স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানে শুরু হচ্ছে কাশ্মীর প্রিমিয়ার লিগ ক্রিকেট। পাকিস্তানের তারকা ক্রিকেটাররা খেলবেন সাত দলের এই লিগে। ইতিমধ্যে কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল)’র প্লেয়ার্স ড্রাফটও সম্পন্ন হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে দ্বিতীয় বারের মতো বসছে এই টুর্নামেন্টে। কাশ্মীরের কোটায় খেলবেন স্থানীয় ক্রিকেটাররা। আইকন, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং ক্যাটাগরিতে খেলবেন দেশটির তারকারা।
সাত দলের কেপিএলে আছে মিরপুর রয়্যালস নামে একটি দল। আছে টাইগার্স নামেও আরেকটি দল। কেপিএলের দলগুলো হলো- মিরপুর রয়্যালস, মুজাফফারাবাদ টাইগার্স, রাওয়ালকোর্ট হকস, কোটলি লায়ন্স, বাঘ স্ট্যালিয়ন্স, জম্মু জানবাজ ও ওভারসিজ ওয়ারিয়র্স। আগামি ১১ আগস্ট শুরু হবে কেপিএলের খেলা। শেষ হবে ২৫ আগস্ট।
সাত দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২৫টি। সবগুলো ম্যাচই হবে মুজাফফরাবাদ, আজাদ জম্মু ও কাশ্মীর। ইতিমধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১৮ জন করে ক্রিকেটার নিয়ে দলও চূড়ান্ত করে ফেলেছে। পাকিস্তানের বর্তমান ও সাবেক তারকারা খেলবেন টুর্নামেন্টটিতে। হাফিজ, আমির, আকমল থেকে শুরু শফিক, আফ্রিদীরাও খেলবেন।
দেখে নিন দলগুলোর স্কোয়াড;
রাওয়ালকোট হকস:: আইকন- মোহাম্মদ আমির, প্লাটিনাম- আহমেদ শেহজাদ, হুসাইন তালাত, ডায়মন্ড- আসিফ আফ্রিদী, জামান খান, গোল্ড- আমাবদ বাট, বিসমিল্লাহ খান, সিলভার- জিশান মালিক, মুসাদ্দিক আহমেদ, ফয়সাল আকরাম, আহমেদ আলম। ইমার্জিং- সাইদউল্লাহ ইহসানউল্লা ও কাশ্মীরি- জাইন উল হাসান, সাইফ আলি জাইব, আতিফ শেখ, রয়া ফারহান ও কাশিফ আলী।
মুজাফফারবাদ টাইগার্স- আইকন- মোহাম্মাদ হাফিজ, প্লাটিনাম- সোহেল তানভীর, ইফতিখার আহমেদ, ডায়মন্ড- হাসিবউল্লাহ খান, আনোয়ার আলী, গোল্ড- জিশান আশরাফ, আরশাদ ইকবাল, সিলভার- মীর হামজা, আহমেদ শফি আব্দুল্লাহ, সালমান ফায়াজ, তাইমুর সুলতান, ইমার্জিং- আকিব লিয়াকত, আমির খান, কাশ্মীরি- আকিব ইলিয়াস, সাদ বিন জাফর, ইনজামাম উল হক, ওসমান মারুফ ও উসামা ফজল।
কোটলি লায়ন্স: আইকন- খুররম মনজুর, প্লাটিনাম- দানিশ আজিজ, সফরাজ আহমেদ, ডায়মন্ড- আহসান আলি, খুররম শেহজাদ, গোল্ড- ইরফানউল্লাহ শাহ, খালিদ উসমান, সিলভার- মুশতাক আহমেদ কালহোরা, হাসান খান, ইমার্জিং- হানিফ আজাদ, হাসান মহসীন, কাশ্মীরি- ইমরান শাহ, ইরফান আলী, জায়ান খান, বাসিত আলী, নাভিদ মালিক, মুজতবা গায়াজ ও নাদিম খলিল।
বাঘ স্টালিয়ন্স: আইকন- কামরান আকমল, প্লাটিনাম- রুম্মান রাইস, শোয়েব মাকসুদ, ডায়মন্ড- আমির ইয়ামিন, উমর আমিন, গোল্ড- কাশিফ ভাট্টি, ইমরান জুনিয়র, সিলভার- মোহাম্মদ সারােয়ার, মোহাম্মদ শারুন, আহমেদ জামাল, এইতিজাজ হাবিব খান, ইমার্জিং- মাজ খান, সাজ্জাদ আলী ও কাশ্মীরি- হাসান রাজা, দানিয়াল আল্লাহ দিত্তা, আমির শেহজাদ, আরসালান আরিফ ও রাজা ফারহান।
মিরপুর রয়্যালস: আইকন- শোয়েব মালিক, প্লাটিনাম- ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, ডায়মন্ড আলী ইমরান, সালমান ইরশাদ, গোল্ড- আবরার আহমেদ, মোহাম্মদ আখলাক, সিলভার- কাশিফ আলী, মোহাম্মদ হামজা, জুবায়ের খান, জাইদ আলম, ইমার্জিং- হাসান নওয়াজ, আলি রাজ্জাক, কাশ্মীরি- সুফিয়ান মোকিম, শান খান, উমর হায়াত, ফাইজান সালিম ও শাদাব মজিদ।
জম্মু জানবাজ: আইকন- শারজিল খান, প্লাটিনাম- ফাহিম আশরাফ, শহীদ আফ্রিদী, ডায়মন্ড- উমর আকমল, শাহিবজাদা ফারহান, গোল্ড- উসামা মির, আকিফ জাবেদ, সিলভার- ইমরান খান সিনিয়র, উমর সিদ্দিক, শাহজাব আহমদ, আহমেদ খান, ইমার্জিং- হামজা শাহ আফ্রিদী, সামিউল্লাহ আফ্রিদী, কাশ্মীরি- নকশাহ বারসারাত, ফয়সাল আলতাফ, নাসিম নাজাম, মোহাম্মদ শাহজাদ ও মেহরান মুমতাজ।
ওভারসিজ ওয়ারিয়র্স: আইকন- আসাদ শফিক, প্লাটিনাম- আজম খান, কামরান গুলাম, ডায়মন্ড- ইমরান রানধাওয়া, সোহেল খান, গোল্ড- উমাইদ আসিফ, সাইফ বদর,, সিলভার- আদিল আমিন, বিলাল আসিফ, আলী শফিক, মোহাম্মদ শেহজাদ, ইমার্জিং- উমরান জিশান, খাওয়াজা মোহাম্মদ ও কশ্মীরি- ফরহান শফিক, হান্নান আহমেদ, হাশিম আলী, সাদ আসিফ ও মালিক নিসার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০