স্পোর্টস ডেস্ক:: নিষেধাজ্ঞার কারণে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নিশ্চিত জয়ের পথেই যাচ্ছিলো চেলসি। নিষ্প্রাণ ম্যাচটি দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্ত পর্যন্তও উত্তাপড় ছড়াতে পারেনি। হাইভোল্টেজ ম্যাচ হলেও মাঠের পারফ্যান্সে তা ছিলো না।
চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড কেউ এগিয়ে যেতে পারছিলো না। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে উত্তাপ ছড়ানো ম্যাচে নিশ্চিত জয়ের পথে ছিলো চেলসি। তবে পারেনি দলটি। যোগ করা সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারের মুখ থেকে রক্ষা করেছেন কাসেমিরো।
ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। এক প্রকার নিষ্প্রাণেই চলছিলো ম্যাচটি। ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। এগিয়ে যেতে পারেনি চেলসিও। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।
বিরতির পরও আরো ম্যাড় ম্যাড়ে ম্যাচ হয়ে উঠে। ম্যাচের শেষ দিকে চেলসি পেয়ে যায় পেনাল্টি। ৮৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জর্জিনিয়ো। নিশ্চিত হারের মুখে ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। তখনি রক্ষা কর্তা হয়ে এগিয়ে এলেন কাসেমিরো। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। শেষ পর্যন্ত ১-১ গোলের ‘ড্র’ নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
এই ‘ড্র’ প্রিমিয়ার লিগে আগের অবস্থানেই আছে দুই দল। ২১ পয়েন্ট নিয়ে চারে চেলসি, ২০ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানচেস্টার ইউনাইটেড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০