কাসেমিরোর দায় দেখেন না টেন হাগ

0
115

স্পোর্টস ডেস্কঃ বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে রোববার সাউদাম্পটনের বিপক্ষে গোল শূন্য সমতা করেছে এরিক টেন হ্যাগের দল। ওল্ড ট্র্যাফোর্ডের এই ম্যাচটির প্রথমার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাসেমিরো। প্রতিপক্ষের কার্লোস আলকারাসকে ফাউল করে শুরুতে হলুদ কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান। ভিএআর মনিটরে দেখে পরে এই মিডফিল্ডারকে লাল কার্ড দেন রেফারি। ওই লাল কার্ডের কারণে চার ম্যাচ ম্যান ইউ’র হয়ে খেলতে পারবেন না তিনি।

মৌসুমে এটি কাসেমিরোর দ্বিতীয় হলুদ কার্ড। তাও তিনি তিনটি লিগ ম্যাচ ও সব মিলিয়ে পাঁচ ম্যাচের ব্যবধানে দুটি লাল কার্ড দেখেছেন। নিয়ম অনুযায়ী, তাকে এখন চার ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের সূচি অনুযায়ী, এফএ কাপের শেষ আটে ফুলহামের বিপক্ষে ১৯ মার্চ, প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ২ এপ্রিল, ব্রেনফোর্ডের বিপক্ষে ৫ এপ্রিল এবং এভারটনের বিপক্ষে ৮ এপ্রিল খেলতে পারবেন না তিনি।

ম্যাচ শেষে কাসেমিরোকে লাল কার্ড দেখানো প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন ম্যান ইউ কোচ এরিক টেন হাগ। তিনি বলেন, ‘ইউরোপিয়ান ফুটবলে পাঁচশর বেশি ম্যাচ খেলেছে কাসেমিরো, কখনও সরাসরি লাল কার্ড দেখেনি। এখানে এসে সে দুটি দেখে ফেলল। সে কঠোর ফুটবল খেলে তবে ন্যায্য পথেই খেলে। আজকেও খেলেছে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও। খুবই বিতর্কিত ব্যাপার।’

টেন হাগ আরো বলেন, ‘ফুটবল যারা বোঝেন, তারা সবাই জানে যে যখন কোনো দৃশ্য স্থির করে দেখা হয়, তখন তা বাজে দেখা যেতেই পারে। কিন্তু ফুটবল যারা বোঝেন, সবাই জানেন যে কোনটি বাজে আর কোনটি ন্যায্য। কাসোমিরো সবসময় সঠিক পথেই খেলে। কঠোর কিন্তু সঠিক। পাঁচশর বেশি ম্যাচ খেলেও কখনও সরাসরি লাল কার্ড দেখেনি, এতেই তা ফুটে ওঠে।’

২৬ ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার নিচে সাউদাম্পটন। ২৭ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here