স্পোর্টস ডেস্কঃ কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গারের ভাস্কর্য উন্মোচন করেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি ব্রোঞ্জের তৈরি ভাস্কর্য নির্মাণ করে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও বিবৃতিও দিয়েছে দলটি।
আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামের বাইরে ওয়েঙ্গারের ভাস্কর্যের পুরোটাই ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছে। ৩.৫ মিটার উচ্চতার সেই ভাস্কর্যে ওয়েঙ্গারের হাতে রয়েছে প্রিমিয়ার লিগের ট্রফিও।
১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ২২ বছর আর্সেনালের ডাগআউটে ছিলেন ওয়েঙ্গার। সব মিলিয়ে ১২৩৫টি ম্যাচে দায়িত্ব পালন করেন। এই সময়ে ফরাসি কোচের হাত ধরে ৩টি প্রিমিয়ার লিগ শিরোপা ও ৭টি এফএ কাপ জেতে লন্ডনের ক্লাবটি।
এর মধ্যে ২০০৩-০৪ মৌসুমে প্রিমিয়ার লিগে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার অসাধারণ এক কীর্তি গড়ে গানাররা। ওয়েঙ্গারের কোচিংয়ে টানা ২০ বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলে আর্সেনাল।
ক্লাবটির জন্য তো বটেই, ফুটবল ইতিহাসেও কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। ওয়েঙ্গার ছাড়াও এমিরেটস স্টেডিয়ামের বাইরে ভাস্কর্য রয়েছে আরও পাঁচ আর্সেনাল কিংবদন্তির। তাঁরা হলেন টনি অ্যাডামস, ডেনিস বার্গকাম্প, থিয়েরি অঁরি, কেন ফ্রায়ার ও হার্বার্ট চ্যাপম্যান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা