স্পোর্টস ডেস্কঃ ইতিহাস গড়লেন বাবর আজম। দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানের অধিনায়ক শুক্রবার উইন্ডিজের বিপক্ষে ৭৭ রানের ইনিংস খেলেন। এই ফিফটি তার আন্তর্জাতিক ক্রিকেটে টানা নবম। এর আগে ১৯৮৭ সালে জাভেদ মিঁয়াদাদ টানা ৮ ওয়ানডেতে পঞ্চাশ ছুঁয়েছিলেন।
মুলতানে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কিংবদন্তি মিয়াঁদাদের রেকর্ড ভাঙলেন বাবর। পঞ্চাশ ছুঁয়ে বাবর ছুটছিলেন ওয়ানডেতে কুমার সাঙ্গাকারার টানা চার সেঞ্চুরির বিশ্বরেকর্ডের দিকে। কিন্তু ২৩ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে। ৭৭ রানের ইনিংস খেলে আকিল হোসেনের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন বাবর। ৯৩ বল মোকাবিলায় ৫ বাউন্ডারির সঙ্গে তার ব্যাট থেকে আসে একটি ছক্কার মার।
গত মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রান দিয়ে শুরু হয়েছিল বাবরের এই সফর। এরপর সেই সিরিজের তৃতীয় টেস্টে তিনি দুই ইনিংসে ৬৭ ও ৫৫ রান করেন। অজিদেরর বিপক্ষে তিন ওয়ানডেতে তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে ৫৭, ১১৪ ও ১০৫ রান। অজিদের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টিতে বাবর করেছিলেন ৬৬। এরপর উইন্ডিজের বিরুদ্ধে একটি শতরান ও অর্ধশতরান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০