স্পোর্টস ডেস্কঃ ভারতের সাবেক অধিনায়ক বিষেণ সিং বেদি মারা গেছেন। আজ ৭৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি স্পিনার। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় নিউজ এজেন্সি পিটিআই।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বেদির মৃত্যুর খবর জানিয়েছে, ‘ভারতের টেস্ট অধিনায়ক ও কিংবদন্তি স্পিনার বিষান সিং বেদির মৃত্যুতে বিসিসিআই শোকাহত। এই কঠিন সময়ে পরিবার ও সমর্থকদের জন্য আমাদের প্রার্থনা। তার আত্মা শান্তিতে থাকুক।’
ভারতের হয়ে ১৯৬৭ থেকে ১৯৭৯ সালের মধ্যে ৬৭টি টেস্ট ও ১০টি ওয়ানডে খেলেছিলেন বেদি। অবসর নেওয়ার সময় ২৬৬টি উইকেট নিয়ে টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।
বেদির মৃত্যুতে শোক জানিয়ে ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এক্সে লিখেছেন, ‘কিংবদন্তি বিষেণ সিং বেদির মৃত্যুতে শোকাহত। বড় একজন ক্রিকেটারের বাইরে তিনি দারুণ এক ব্যক্তি ছিলেন, তরুণ ক্রিকেটারদের সহায়তা করতে বরাবরই এগিয়ে আসতেন।’
Discussion about this post