স্পোর্টস ডেস্কঃ বসুন্ধরা কিংসের ঢেরাতেই থেকে যাচ্ছেন রবসন রবিনহো। ক্লাবের সাথে নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আনুষ্ঠানিকভাবে কিংসদের পক্ষ থেকে নিশ্চিত করা বিষয়টি।
নতুন করে বসুন্ধরা কিংসের সাথে দুই বছরের চুক্তি করেছেন রবসন। পূর্বের পারফর্মেন্সের কারণেই দুই পক্ষের মাঝে সম্পর্কটা বাড়ছে আরও। এছাড়া ব্যবস্থা রাখা হয়েছে ভবিষ্যতেও চুক্তির মেয়াদ বাড়িয়ে নেওয়ার। শনিবার দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করে।
গেল ২০২০ সালের আগস্ট মাসে ব্রাজিলের ফ্লুমিনেন্স থেকে ধারে কিংসদের ঢেরায় যোগ দেন রবসন। পরবর্তীতে চলতি মৌসুম শুরুর আগে তাকে স্থায়ীভাবে রেখে দেয় কিংস শিবির। এবার বাড়িয়ে নেওয়া হয়েছে চুক্তির মেয়াদ।
এখন পর্যন্ত বসুন্ধরা কিংসের জার্সিতে ৫৮ ম্যাচ খেলে ৪১ গোল করেছেন রবসন। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দারুণ খেলে যাচ্ছেন এই তারকা। ১৮টি ম্যাচ খেলে ১৩ গোলের সাথে ১০ এসিস্ট রয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা