নিজস্ব প্রতিবেদকঃ শুরুটা হলো গোল হজমের মধ্য দিয়ে। সঙ্গে পাঁচ খেলোয়াড়ের নিষেধাজ্ঞা তো ছিলই। সব চাপ আর বিতর্ককে এক পাশে রেখে নিজেদের মাঠে জ্বলে উঠল বসুন্ধরা কিংস। ক্লাব ফুটবলে কিংস অ্যারেনার আন্তর্জাতিক অভিষেকটা স্মরণীয় থাকল দারুণ এক জয়ে।
এএফসি কাপে গ্রুপ পর্বের ম্যাচে ওডিশা ফুটবল ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করেছে বসুন্ধরা। অস্কার ব্রুজোনের দলের হয়ে জোড়া গোল করেছেন দোরিয়েলতন। একটি গোল করেছেন মিগেল দামাসেনা। ওডিশার হয়ে গোল দুটি করেন দিয়েগো মাউরিসিও ও জেরি লালরিনজুয়ালা।
ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটে গোল হজম করে বসুন্ধরা। কিংস অ্যারেনাকে নিস্তব্ধ করে গোল দিয়ে ওডিশাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার মাউরিসিও। ২০ মিনিট পরে এবার দুই ব্রাজিলিয়ানের কল্যাণে সমতা আনে স্বাগতিকরা। রবসন রবিনহোর সহায়তায় দারুণ হেডে গোল দেন মিগুয়েল ফিগুয়েরা।
প্রথমার্ধের শেষ মিনিটে রাকিবের ক্রসে দোরিয়েলতনের স্লাইডিং হেডে লিড নেয় বসুন্ধরা। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায়। ৫৪ মিনিটে দোরিয়েলতন গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। তাতে ব্যবধান বাড়ায় কিংস। কিন্তু ১২ মিনিট পর জেরি লালরিনজুনা গোল করে ব্যবধান ফের কমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post