স্পোর্টস ডেস্ক:: ফরাসি তারকা কিলিয়ান এমবাপের ৪০০তম ম্যাচটি জিতেছে পিএসজি। এক হালি গোলের ম্যাচটি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা জিতেছে ৩-১ ব্যবধানে।
লিগ ওয়ানে রেনেসের বিপক্ষে কিলিয়ান এমবাপে পেশাদার ফুটবলে ৪০০তম ম্যাচ খেলতে নেমে ছিলেন। এদিন তার দল রেনেসকে ৩-১ গােলের ব্যবধানে হারিয়েছে।
অবশ্য নিজের এমন মাইলফলকের ম্যাচে গোলের দেখা পাননি এমবাপে। আশরাফ হাকিমী, বিতিনহা ও রান্ডাল কোলো মুয়ানি পিএসজিকে জিতিয়েই মাঠ ছেড়েছেন।
ফরাসি চ্যাম্পিয়নরা মাঠে দাপট দেখিয়েই জিতেছে। ম্যাচের ৩২তম মিনিটেই মরক্কোর তারকা আশরাফ হাকিমী দলকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। মিনিট চারেক পরেই ব্যবধান বাড়িয়েনেন বিতিনহা। ৩৬তম মিনিটে তার গোলেই ২-০ লিড নেয় এমবাপের দল। পিছিয়ে পড়া রেনেস প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। ২-০ এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
বিরতির পর ম্যাচে ফেরার জন্য আক্রমণ বাড়িয়ে দেয় রেনেস। দ্রুত একটি গোলও আদায় করে নেয় দলটি। ম্যাচের ৫৬তম মিনিটে আমিন গৌরির গোলে ব্যবধানও কমায় দলটি। স্কোর লাইন করে ২-১।
তবে মিনিট দুই পরেই আবারো ব্যবধান বাড়িয়ে নেয় পিএসজি। ম্যাচের ৫৮তম মিনিটে মুয়ানি রেনেসর কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন। তার গোলেই পিএসজির লিড হয়ে যায় ৩-১। ম্যাচর বাকীটা সময় দুই দলের কেউই আর গোলের দেখা পায়নি। এমবাপের মাইলফলকের ম্যাচটি বড় ব্যবধানে জয় করে মাঠ ছাড়েন সতীর্থরা।
এই জয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে আছে পিএসজি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post