স্পোর্টস ডেস্ক:: প্রথমবারের মতো সাফ জিতলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। নেপালকে এক হালি গোলের বন্যায় ভাসিয়ে কিশোরদের এই বয়স ভিত্তিক দল প্রথমবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়লো। এরআগে অনূর্ধ্ব-১৬ দল একবার সাফ জিতেছিলো।
স্বাগতিক নেপালের বিপক্ষে দাপট দেখিয়েই খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলার জালেরই দেখা পায়নি নেপাল। দ্বিতীয়ার্ধে একাধিক গোল হজম করে একটি গোল শোধ দিয়েছে দলটি।
লাল সবুজ যুবাদের হয়ে জোড়া গোল করেছেন মিরাজুল। একটি করে গোল করেছেন পিয়াস ও রাহুল। প্রথমার্ধের নির্ধারিত সময়ে গোল পায়নি কোনো দলই। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে মিরাজুলের ফ্রি-কিক থেকে লিড নেয় বাংলাদেশ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুবারা।
বিরতির পর বাংলাদেশ আরো তিন গোল দিয়ে হজম করে এক গোল। ৫৫তম মিনিটেই জোড়া গোল পূর্ণ করেন মিরাজুল। ৭১ মিনিটে মিরাজের পাস থেকে বল পেয়ে গোল করে ব্যবধান বাড়ান রাহুল। বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এরপরই ব্যবধান কমায় স্বাগতিকরা। ৮১তম মিনিটে সামির তমাং ৩-১ করেন ব্যবধান। যোগ করা সময়ে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন পিয়াস। ৪-১ ব্যবধানে শিরোপা জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০