কুমিল্লায় ইমরুল কায়েস

0
322
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদকঃ বিপিএল-২০২৪’র প্লেয়ার্স ড্রাফট থেকে ইমরুল কায়েসকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটিকে ৩টি বিপিএল শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখা এই বাঁহাতিকে দেশি কোটায় নিয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও তাঁকে রিটেইন করে নি কুমিল্লা। ড্রাফট থেকে আবার দলে ভেড়ায় ইমরুলকে।

আজকের ড্রাফটে ইমরুলের নাম ঘোষণার আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান নির্বাহী মাইক্রোফোন হাতে বলেন, ‘এই কলটা আমাদের জন্য একটা গর্বের মুহূর্ত, কারণ আমরা আমাদের অধিনায়ককে ডাকছি। ‍যিনি আমাদের দলে খেলছেন ২০১৫ সাল থেকে।’

কুমিল্লার ৪ বিপিএল শিরোপার ৩টিই আসে ইমরুলের অধিনায়কত্বে। ২০১৯, ২০২২ ও ২০২৩ সালে দলের পক্ষে শিরোপা উচিয়ে ধরেছেন ওপেনার ইমরুলই। আগামী আসরেও তাঁকে দেখা যেতে পারে কুমিল্লার অধিনায়কের ভূমিকায়।

এদিকে আজকের ড্রাফট থেকে কুমিল্লা শুরুতে দলে নেয় মৃত্যুঞ্জয় চৌধুরী-জাকের আলী অনিকদের। এরপর তাঁদের স্কোয়াডে যুক্ত হন মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াটলার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক (অফ স্পিনিং অলরাউন্ডার)।

এর আগে কুমিল্লা রিটেইন করে লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান ও সুনীল নারাইনকে। আর ফ্র্যাঞ্চাইজিটি ডিরেক্ট সাইনিং হিসেবে দলে নেয় গত আসরে সিলেট স্ট্রাইকার্সে খেলা তাওহিদ হৃদয়কে। এছাড়া সরাসরি চুক্তিতে কুমিল্লায় নাম লেখান মঈন আলি, আন্দ্রে রাসেলরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here