স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন তাওহিদ হৃদয়। গত আসরে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে খেলা এই ব্যাটার বেশ সফল ছিলেন। এরপরই তিনি ডাক পান জাতীয় দলে। দ্যুতি ছড়িয়ে এশিয়া কাপ মাতানো হৃদয় আছেন বাংলাদেশের বিশ্বকাপ দলেও।
প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে হৃদয়কে দলে ভেড়ালো কুমিল্লা। সোমাবার (১৭ সেপ্টেম্বর) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে হৃদয়কে দলে ভেড়ানোর খবরটি নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তারা লিখেছে, ‘অপেক্ষার প্রহর শেষ! তাওহিদ হৃদয় এখন আনুষ্ঠানিকভাবে ভিক্টোরিয়ান্স পরিবারের সদস্য।’
হৃদয়কে দলে ভেড়ানোর পাশপাশি ধরে রাখা ৩ ক্রিকেটারের তালিকাও নিশ্চিত করেছে কুমিল্লা। গত আসরে ফ্যাঞ্চাইজিটির হয়ে খেলা লিটন দাস, মুস্তারিজুর রহমান ও তানভীর ইসলামকে ধরে রেখেছে ভিক্টোরিয়ান্সরা।
এদিকে আগামী আসরের প্লেয়ার ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হবে এই ড্রাফট। এরপর আগামী ৬ জানুয়ারি শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রতিযোগিতাটির এবারের আসর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০