কুমিল্লার হয়ে বিপিএল মাতাবেন আফগানিস্তানের নবী

0
80

স্পোর্টস ডেস্কঃ আবারো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসছেন মোহাম্মদ নবী। আফগান এই অলরাউন্ডার আসন্ন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন। মঙ্গলবার কুমিল্লা ফ্যাঞ্চাইজি এক বিবৃতিতে নবীর সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

একই দিনে কুমিল্লা দলে নিয়েছে ইংলিশ অলরাউন্ডার জশ কবকে। দীর্ঘ বিরতির পর এই ইংলিশ ক্রিকেটার আবার আসছেন বিপিএলে। আগামীকাল (২৩ নভেম্বর) বিপিএলের নবম আসরের ড্রাফট। এর আগে নিজেদের ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ পাচ্ছে দলগুলো। সেই সুযোগে নবী-কবকে দলে নিয়েছে কুমিল্লা। এর আগে তারা নিয়েছে পাকিস্তানের রহস্যময় স্পিনার আবরার আহমেদকে।

এর আগে বিদেশি ক্রিকেটার হিসেবে শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি, খুশদিল এবং আবরার আহমেদ, এবং ব্রেন্ডন কিংয়ের সঙ্গে চুক্তি করেছে কুমিল্লা। দেশি ক্রিকেটার হিসেবে বর্তমান চ্যাম্পিয়নদের জার্সিতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে।

তবে চোটে পড়ায় খানিকটা শঙ্কা আছে শাহীন আফ্রিদিকে নিয়ে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, আগামী এপ্রিলের আগে মাঠে ফিরতে পারবেন না তিনি। ২০২৩ সালে বিপিএলের নবম আসর শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ৪৩ দিনের টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here