নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে তিনবার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে প্রতিযোগিতার ইতিহাসে একবারও ফাইনাল খেলা হয় নি সিলেট স্ট্রাইকার্স। এবার সেই দলটি জায়গা করে নিয়েছে ফাইনালে।
কুমিল্লা এবার মাঠে নামবে নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করতে। সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি আগে কখনও ফাইনাল খেলতেই পারেনি। নতুন মালিকানায় নতুন নামে নতুন ফ্র্যাঞ্চাইজির স্বপ্নযাত্রা প্রথমবারেই পৌঁছে গেছে ফাইনালে। মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে আসরের শুরু থেকেই খেলে আসছে দুর্দান্ত।
বিপিএলে অধিনায়ক হিসেবে সেরা সাফল্য আছে মাশরাফী। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে এ পর্যন্ত সর্বোচ্চ চারবার বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। প্রথম পাঁচ আসরের মধ্যে চারটিতে অধিনায়ক হিসেবে ট্রফি তুলে ধরেছেন সাবেক এই ওয়ানডে অধিনায়ক।
২০১২ ও ২০১৩ সালে বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা গ্লাডিয়েটর্সকে শিরোপা জেতান মাশরাফী। এরপর কুমিল্লা ও রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে চতুর্থবারের মত চ্যাম্পিয়ন হয় তাঁর দল। মাশরাফীর পর অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ দুইবার শিরোপা জয় করেছেন ইমরুল কায়েস। ২০১৮ ও ২০২২ সালে কুমিল্লার হয়ে দু’বার শিরোপা জিতেছেন তিনি।
এদিকে ফাইনাল ম্যাচে রয়েছে প্রাইজমানির ছড়াছড়ি। টুর্নামেন্টের এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ার ম্যাচে ২ লাখ টাকা করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা। লিগ পর্বে এ পুরস্কার ছিল ১ লাখ টাকা। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের জন্য থাকছে ৫ লাখ টাকা পুরস্কার।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য এবার থাকছে বিপুল অর্থ পুরস্কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা, গত বছর যা ছিল কেবল প্রায় ২ লাখ টাকা। এছাড়া সেরা ফিল্ডার ৩ লাখ টাকা, সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ৫ লাখ টাকা করে পুরস্কার পাবেন।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা। টুর্নামেন্টের গত আসরে চ্যাম্পিয়ন দল কুমিল্লা পেয়েছিল ১ কোটি টাকা। রানার্সআপ ফরচুন বরিশালকে দেওয়া হয়েছিল ৫০ লাখ টাকা। এবার দুটি পুরস্কারের অর্থই দ্বিগুণ করা হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post