স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবার এখনো জয়ের মুখ দেখিন। ভালো দল গড়েও জয় বঞ্চিত কুমিল্লা ভিক্টোরিয়ান্সে এবার যোগ দিচ্ছেন আর নতুন তিন খেলোয়াড়।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফির হয়ে খেলতে এরিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন রায়ান টেন ডেসকাট। পরবর্তী ম্যাচে মাঠে দেখা যেতে পারে ডেসকাটকে।
এছাড়া পরবর্তীতে নিজ দেশের খেলা শেষ করে কুমিল্লা দলে যোগ দেয়ার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোভম্যান পাওয়েল এবং শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারার।
আগামীকাল রোববার দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইটান্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ঢাটা/০০