নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দেবেন লিটন দাস। চার বারের চ্যাম্পিয়নদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। গণমাধ্যমকে এক বার্তায় জানায় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেওয়া হয় পোস্ট।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনের ছবি সম্বলিত দেওয়া এক পোস্টে কুমিল্লার পক্ষ থেকে বলা হয়, ‘বিপিএল এর দশম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক দেশসেরা উইকেট কিপার ব্যাটার লিটন দাস। লিটন দাসের হাত ধরে শিরোপা ধারা অব্যাহত থাকুক। কুমিল্লার ফ্যানদের পক্ষ থেকে অধিনায়ক লিটন দাসের জন্য শুভ কামনা।’
এবারই প্রথম বিপিএলে অধিনায়কত্বে দেখা যাবে লিটনকে। জাতীয় দলকে নেতৃত্ব দিলেও, কখনো বিপিএলে অধিনায়ক হতে পারেননি তিনি। এবার বর্তমান চ্যাম্পিয়ন ও বিপিএলের অন্যতম সফল দলের আর্মব্যান্ড উঠল লিটনের হাতে। দেশি-বিদেশি সব তারকাদের নিয়ে গড়া দলকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে তাকেই।
দলটির গেল কয়েক আসরে অধিনায়ক ছিলেন ইমরুল কায়েস। তার অধীনে শিরোপাও জেতে কুমিল্লা। এবারের আসরেও ড্রাফটে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও দলটির বিভিন্ন কর্মকান্ডে ইমরুল কায়েসকে দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছিল, তিনিই হয়তো অধিনায়ক হবে। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post