স্পোর্টস ডেস্কঃ সৌদি আরবে দুই সপ্তাহের ক্যাম্প শেষ। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কুয়েতে। রোববার সৌদি আরব থেকে কুয়েতে পৌঁছায় জামাল ভূঁইয়ারা। সেখানে ফিলিস্তিনের বিপক্ষে হবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল ৬ টার দিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের শহরে পৌঁছেছে লাল সবুজের প্রতিনিধিরা।
কুয়েতে পৌঁছানোর পর প্রবাসী বাংলাদেশিরা ব্যানার-ফেস্টুন ও ফুল নিয়ে বিমান বন্দরে লাল-সবুজ জার্সিধারী ফুটবলারদের অভ্যর্থনা জানিয়েছেন। ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। মূলত যুদ্ধ পরিস্থিতির জন্য ফিলিস্তিনের হোম ম্যাচ কুয়েতে হবে। ফিলিস্তিনের বিপক্ষে ফিরতি ম্যাচ ২৬ মার্চ ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনায়।
বাংলাদেশ দল দুই সপ্তাহ অনুশীলন করেছেন সৌদি আরবে। সেখানে অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে সুদানের বিপক্ষে। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ হেরেছে ৩-০ গোলে। এদিকে সৌদি আরবে অনুশীলন করা প্রসঙ্গে বাংলাদেশের কোচ হাবিয়ের কাবরেরা বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী সৌদি আরবের ক্যাম্পে দারুণ অভিজ্ঞতা হয়েছে। এখানে ক্যাম্প করার সুযোগ পেয়ে আমরা খুশি ছিলাম, গত বছরও আমরা এখানে ক্যাম্প করেছিলাম। বছর জুড়ে যে ধারণা নিয়ে কাজ করেছি, সেটার উন্নতির জন্য এখানকার সুযোগ সুবিধা ভালো। নতুন খেলোয়াড়দের জন্য এ বছরের ভিত তৈরি করে দেবে এই ক্যাম্প।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post