স্পোর্টস ডেস্ক:: লঙ্কা প্রিমিয়ার লিগে মাত্র ৫০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন কুশল পেরেরা। ডাম্বুলাই স্ট্রাইকার্সের এই তারকা জাফনা কিংসের বিপক্ষে শতক দুর্দান্ত এই শতক হাঁকিয়েছেন।
দশ চার ও পাঁচ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ঘরটি সাজিয়েছেন তিনি। পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে জাফনার বোলারদের রীতিমতো অসহায় করে ছাড়েন তিনি। তার দল মাত্র দুই উইকেটে ১৯১ রান তুলে থেমেছে।
গুনাতিলাকাকে নিয়ে ইনিংস উদ্বোধনে নেমে ছিলেন কুশল। দলীয় ১৮ রানে ইনিংসের ৩.১ ওভারে দানুশকা গুনালিকার বিদায়ে উদ্বোধনী জুটি ভাঙলে পেরেরা অবিচল ছিলেন। গুনাতিলাকা করেন ১১ বলে ৯ রান। দ্বিতীয় উইকেটে নুয়ান ফার্নান্দোকে নিয়ে ৬৪ বলে ১০৮ রানের জুটি গড়েন পেরেরা।
ইনিংসের ১৪তম ওভারের চতুর্থ বলে ফার্নান্দোর বিদায়ে ভাঙে সেই জুটি।আউট হওয়ার আগে তিন চার ও এক ছক্কায় ৩৫ বলে ৪০ রান করেন। তৃতীয় উইকেটে মার্ক চ্যাম্পম্যানকে নিয়ে ৩৮ বলে ৬৫ রানের জুটি গড়েন পেরেরা। ৫২ বলে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। তারস ঙ্গী চ্যাম্পম্যান তিন চার আর এক ছক্কায় ২৩ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।
জাফনার হয়ে ডি সিলভা ২টি উইকেট লাভ করেন।
১৯২ রানের টার্গেটে খেলবে জাফনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post