স্পোর্টস ডেস্ক:: সেই চোটই বাঁধা হয়ে দাঁড়ালো। কোপা আমেরিকার ফাইনালের দ্বিতীয়ার্ধে মাঠ থেকে উঠে যেতে হয়েছে লিওনেল মেসিকে। কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের পুরোটা সময় খেলতে পারলেন না আর্জেন্টাইন অধিনায়ক।
দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে কোচ লিওনেল স্কালোনি মেসিকে তুলে নিয়েছেন। তার বদলী হিসেবে মাঠে নামিয়েছেন নিকোলাস গঞ্জেলাকে। ম্যাচে তখনো ফলাফল আসেনি। গোল শুন্য সমতায় রেখে মাঠ ছাড়তে হয়েছে মেসিকে। ডাগ আউটে অশ্রুসিক্ত মেসি ধরা পড়েছেন ক্যামেরায়।
আর্জেন্টিনা-কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচটির প্রথমার্ধও শেষ হয় গোল শুন্য সমতায়। ৮২তম মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্তও কোনো দল গোল করতে পারেনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post