স্পোর্টস ডেস্কঃ ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপের মাইলফলক স্পর্শ করা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার শেষবারের মতো খেলেছেন গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে। তবে সেরা পারফরম্যান্স দিয়ে শেষটা রাঙিয়ে যেতে পারলেন না এই পর্তুগিজ তারকা। কোয়ার্টার ফাইনালে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগিজরা।
আল থুমামা স্টেডিয়ামে শনিবার মরক্কোর বিপক্ষে ১-০ গোলে হেরেছে পর্তুগাল। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল মরক্কো। সেমিতে ওঠার লড়াইয়ে পর্তুগিজদের বিপক্ষে ম্যাচের ৪২তম মিনিটে হেড থেকে গোল করেন ইউসুফ নাসেরি। বাঁদিক থেকে ইয়াহিয়া আতিয়াতের ক্রস থেকে হেডে পর্তুগালের জাল কাঁপান তিনি। গোলরক্ষক দিয়গো কস্তা লাফ দিয়েও বলের নাগাল পান নি।
বিশ্বকাপ ক্যারিয়ারে ২২টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন রোনালদো। এবারের বিশ্বকাপে ঘানার বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে অভিযান শুরুর ম্যাচে একটি গোল করে তিনি গড়েন প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড। পর্তুগাল জাতীয় দলের হয়ে ১৯৬ ম্যাচে তিনি গোল করেছেন ১১৮টি।
এবার কাতারে বড় স্বপ্ন নিয়ে এসেছিলেন রোনালদো। ভেবেছিলেন হয়তো এবার ক্যারিয়ারের শেষদিকে এসে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে পারবেন। দলটাও ছিল দারুণ সব প্রতিভাবান ফুটবলারে পরিপূর্ণ। কিন্তু পারলেন না তিনি। পারলো না পর্তুগালও। নিজের শেষ বিশ্বকাপ খেলতে এসে চোখের জলে বিদায় নিলেন দলকে ২০১৬ ইউরো জেতানো রোনালদো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০