স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে ‘রেকর্ড’ গড়লেন হ্যারি কেইন। তার গোলেই ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। ক্লাবের ইতিহাসে এখন সর্বোচ্চ গোলের মালিক কেইন। ২৬৬ গোল করে এতো দিন ধরে শীর্ষে থাকা জিমি গ্রিভসকে ছাড়িয়ে গেলেন তিনি।
প্রিমিয়ার লিগে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমনের ম্যাচটি দারুণ জমে উঠে। তবে ম্যাচের শুরুতেই হ্যারি কেইনের করা গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম।
টটেনহ্যামের ইতিহাসে সর্বোচ্চ গোলের দিনে কেইন আরো একটি রেকর্ড গড়েছেন। তৃতীয় ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে গোলের ‘ডাবল’ সেঞ্চুরি করলেন তিনি। জয় সূচক ওই এক গোল দিয়েই তিনি ২০০তম গোল স্পর্শ করলেন।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক খেলতে থাকে। ১৫তম মিনিটেই কেইনের গোলে লিড পায় টটেনহ্যাম। প্রথমার্ধে চেষ্টা করেও আর ঘুরে দাঁড়াতে পারেনি আর্সেনাল। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদেরকে।
বিরতির পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু দুই দল আরো আক্রমণাত্মক হয়ে উঠে। তবে কেউ কারো জালের দেখা পায়নি। শেষের দিকে ১০ জনের টটেনহ্যামের বিপক্ষেও সুবিধা করতে পারেনি সিটি। ফাউল করে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় ক্রিস্টিয়ান রোমেরোকে চলে যেতে হয় মাঠের বাইরে।
নির্ধারিত সময়ে সিটি গোল শোধ করতে পারেনি। শেষ পর্যন্ত তাই ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে। মৌসুমের প্রথম দেখায় টটেনহ্যামকে হারিয়ে ছিলো গার্দিওয়ালার দল। পিছিয়ে থেকেও আগেরবার জিতলেও এবার হার এড়াতে পারেনি।
২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই থাকতে হচ্ছে সিটিকে। শীর্ষে আছে আর্সেনালই। ২২ ম্যাচে ১২ জয়ের সঙ্গে ৩ ড্র’য়ে ৩৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post