স্পোর্টস ডেস্কঃ ব্রাজিল ও বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ডের দল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এভারটনের হয়ে খেলা সেন্টারব্যাক জেরাড ব্রাথওয়েট ও নিউক্যাসলের ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন।
এদিকে ৩ বছর পর ইংল্যান্ড দলে ফিরেছেন লিভারপুল ডিফেন্ডার জো গোমেজ, ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইভান টোনি, ম্যানচেস্টার ইউনাইটেডের জন স্টোন্স ও চেলসির বেন চিলওয়েল। আগামী ২৪ মার্চ ব্রাজিল ও ২৭ মার্চ বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। দলে আছেন জুড বেলিংহাম, হ্যারি কেইন, ফিল ফোডেন, জোন স্টোনস, কাইল ওয়াকার, হ্যারি মাগুইরারা।
ইংল্যান্ডের দল-
গোলরক্ষক: স্যাম জোনসস্টোন (ক্রিস্টাল প্যালেস), জর্ডান পিকফোর্ড (এভারটন), অ্যারন রামসডেল (আর্সেনাল)।
ডিফেন্ডার: জেরার্ড ব্রান্টহোয়াইট (এভারটন), বেন চিলওয়েল (চেলসি), লেইস ডাঙ্ক (ব্রাইটন), জো গোমেজ (লিভারপুল), এজরি কোনসা (অ্যাস্টনভিলা), হ্যারি মাগুইরা (ম্যানইউ), জোন স্টোনস (ম্যানসিটি) ও কাইল ওয়াকার (ম্যানসিটি)।
মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), কনর গ্লাঘার (চেলসি), জর্ডান হেন্ডারসন (আয়াক্স), জেমস ম্যাডিসন (টটেনহ্যাম) ও ডিক্লান রিচ (আর্সেনাল)।
ফরোয়ার্ড: জার্রড বোয়েড (ওয়েস্ট হ্যাম), ফিল ফোডেন (ম্যানসিটি), অ্যান্তোনি গর্ডন (নিউক্যাসল), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), কোলে পালমার (চেলসি), বুকোয়াকা সাকা (আর্সেনাল), ইভান টনি (ব্রেন্টফোর্ড) ও অলি ওয়াটকিনস (অ্যাস্টন ভিলা)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post