স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজ সফরের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশ দলের। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১০৩ রানেই গুঁটিয়ে যায় দল। ছয় জন ক্রিকেটারই ডাক মেরে আউট হয়েছেন।
ইনিংসের সর্বোচ্চ ৫১ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার তামিম ইকবাল। এছাড়া ১২ রান করেন লিটন দাস। সবচেয়ে বড় কথা বাংলাদেশি ব্যাটারদের আউট হওয়ার ধরন ছিল দৃষ্টিকটু। দলের এমন ব্যাটিং পারফর্মেন্সের জবাব নেই অধিনায়ক সাকিব আল হাসানের।
জানিয়েছেন, ব্যাটারদেরকে নিজেদেরই দায়িত্ব নিতে হবে। কেউই মুখে তুলে খাইয়ে দেবে না। ভালো খেলতে না পারলে, দল থেকে বাদ পড়বেন ক্রিকেটাররা, সেই হুঁশিয়ারিও দিয়েছেন। সব মিলিয়ে বিরক্তি আর অসুন্তুষ্টির ছাপ স্পষ্ট ছিল তৃতীয়বারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া সাকিবের কন্ঠে।
সাকিব বলেন, ‘এই পারফর্মেন্সের কোনোভাবে ব্যাখ্যা করার সুযোগ দেখি না। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই। আমি জানি না অন্য কারো কাছে আছে কি না। সাধারণত যেটা হয়, কোচ-অধিনায়কের কাজটা সহজ। ধরুন কেউ পারফর্ম করল না, তাকে বাদ দিয়ে দেই। সবচেয়ে সহজ কাজ কোচ-অধিনায়ক-নির্বাচকের। তুমি পারফর্ম না করলে, বাদ দিয়ে দিব।’
‘আসলে ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে। তাদের কাজটা তাদেরই করতে হবে। কেউ এসে, তাদেরকে মুখে তুলে খাইয়ে দেবে না। আশা করছি দ্বিতীয় ইনিংসে এমনভাবে ঘুরে দাঁড়াবে (ব্যাটাররা) যেন, তারা ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে পারে। সেই চ্যালেঞ্জ থাকবে।’ যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা