কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন গাপটিল

0
69

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে বিদায় নিলেন মার্টিন গাপটিল। বুধবার (২৩ নভেম্বর) সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ড জানায়, ৩৬ বছর বয়সী এই ব্যাটার অনুরোধ করেছিলেন সরে যেতে।

সাদা বলের ক্রিকেটে লম্বা সময় ধরে নিউজিল্যান্ড দলে জায়গা পাচ্ছেন না গাপটিল। এই ওপেনার চলতি ভারত সিরিজেও কিউইদের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে সুযোগ পান নি। চুক্তি ছাড়ার পর গাপটিল বলেন, ‘দেশের হয়ে খেলা আমার জন্য সর্বোচ্চ সম্মানের। ব্ল্যাকক্যাপস এবং নিউজিল্যান্ড ক্রিকেটের সবার প্রতি আমি কৃতজ্ঞ। তবে বর্তমান অবস্থা বিবেচনা করে আমাকে বাস্তব চিন্তা করতে হচ্ছে। দল থেকে বেরিয়ে পড়লেও আমি কিউইদের হয়ে খেলব।’

গাপটিলের এমন সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েছেন এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। তিনি বলেন, ‘গাপটিলের অবস্থা আমরা বুঝতে পারছি। লম্বা সময় ধরে সে দুর্দান্ত এক ব্যাটার। সে অন্যান্য সুযোগ কাজে লাগাতে চায় আর আমরাও এই পথে বাধা হতে চাই না। সাদা বলের ক্রিকেটে সে দারুণ এবং সম্মানিত এক ক্রিকেটার। আমাদের শুভকামনাকে সঙ্গী করে সে চুক্তি ছেড়ে যাচ্ছে।’

সম্প্রতি অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের অংশ ছিলেন গাপটিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে সেরা একাদশের জন্য বাছাই করা হয়নি। প্রতিযোগিতায় সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল কিউইরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here