নিজস্ব প্রতিবেদক: অবশেষে কোচের আস্থার প্রতিদান দিলেন আন্ত:উপজেলা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্টে দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল দলের হয়ে খেলা সেই তরুণ তুর্কি, সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য আবু বক্কর।
তরুণ এই ফুটবলার উপজেলা কাপে গতকাল শনিবার দক্ষিণ সুরমার হয়ে শেষ মুহুর্তে মাঠে নেমেই গোল করেছেন। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
সিনিয়র আর বড়দের ভীড়ে শুরুতে কোচ শাকিল আহমদ মুন্নার সেরা একাদশে জায়গা হয়নি তরুণ ফুটবলার আবু বক্করের। তবে সুযোগ পেয়েই বক্কর কাজে লাগিয়েছেন।
বালাগঞ্জের বিপক্ষে ম্যাচ জয় তখন অনেকটা নিশ্চিত দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল দলের। সেগুর ২ গোল, মেহেদী হাসানের এক গোলে স্পস্ট ব্যবধানেই এগিয়ে তখন দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল দল।
নির্ভার কোচ মুন্না ম্যাচের শেষ দিকে দেখে নিতেই তখন মাঠে নামিয়ে ছিলেন বক্করকে। কিন্তুু মাঠে নেমেই নিজের পায়ের জাদু দেখান বক্কর। বালাগঞ্জের জালে বল পাঠিয়ে গোলের দেখা শুধু পাননি, ২ গোল দাতা সেগুকে পেছনে ফেলে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।
নান্দনিক ব্যাকবলী শটে বালাগঞ্জের জালে বল পাঠিয়ে বক্কর ২ গোল করা সেগুর বদলে ম্যাচ সেরার পুরস্কার পান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০