নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ক্যারিবীয়ান কোর্টনি ওয়ালশের শুভ জন্ম দিন আজ। ১৯৬২ সালের ৩০ অক্টোবর ওয়েস্টইন্ডিজের কিংস্টন শহরে জন্ম গ্রহণ করেন তিনি।
পেস বোলিং কোচের জন্ম দিনে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। টাইগাররা ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে উদযাপন করলেন গুরুর জন্ম দিন।
মিরপুরের হোম অব ক্রিকেটে রোববার ১০৮ রানের বিশ্যাল ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
ওয়েস্টইন্ডিজ জাতীয় টেস্ট দলে কোর্টনি ওয়ালশের অভিষেক ঘটে ১৯৮৫ সালের ৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে। সাদা পোশাকে শেষ ম্যাচ খেলেন তিনি ২০০১ সালের ১৯ এপ্রিল সাউথ আফ্রিকার বিপক্ষে।
একদিনের আর্ন্তজাতিক ক্রিকেটে তাঁর অভিষেক ঘটে ১৯৮৫ সালের ১০ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। ২০০০ সালের ১১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলে তিনি অবসরে যান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০