নিজস্ব প্রতিবেদক: সিলেটে আন্ত:উপজেলা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্টের চতুর্থ দিন এসে টাইব্রেকারে গড়ালো ম্যাচ। প্রথম তিনটি ম্যাচই নির্ধারিত সময়ে গোল ব্যবধানে নিষ্পত্তি হলেও শুক্রবার কোম্পানীগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার খেলাটি গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকার ভাগ্যে কোম্পানীগঞ্জকে ৪-২ এ হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ উপজেলা ফুটবল দল।
শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচটি উপভোগ্য হয়ে উঠে। আক্রমণ-পাল্টা আক্রমনে জমে উঠে খেলার। একের পর এক আক্রমণ করলেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোন।
নির্ধারিত সময়ে গোল শুন্য সমতায় থাকা ম্যাচে ইনজুরি টাইম ৩০ মিনিটেও হয়নি গোল। দু’দল আক্রমণ পাল্টা আক্রমণ করলেও গোল পাচ্ছিলো না কেউ। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে কোম্পানীগঞ্জের বেশ কয়েকটি শট ফেঞ্চুগঞ্জের গোল রক্ষক শাওন আটকে দিলে শেষ হাসি হাসে ফেঞ্চুগঞ্জ।
টাইব্রেকারে ফেঞ্চুগঞ্জ ৪-২ গোলে জয় পায়। ফেঞ্চুঞ্জের হয়ে গোল করেন নয়ন, সাইফুল, রোকন ও সুমান। কোম্পানীগঞ্জের হয়ে গোল করেন সোহেল ও ইয়াসিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০