স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হয়েছেন ওয়েস্টইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)র নির্বাচক কোর্টনি ওয়ালশ। তিনি বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়ার পর থেকেই ওয়েস্টইন্ডিজের নির্বাচকের পদটি খালি হয়ে যায়।
এবার সেই পদে সেবাস্তিয়নকে নিয়োগ দিয়েছে ওয়েস্টইন্ডিজ ক্রিকেট বোর্ড। লকহার্ট সেবাস্তিয়েনকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে ক্যারিবীয় বোর্ড।
গত মাসের শেষদিকে টাইগারদের বোলিং কোচের দায়িত্ব কাঁধে নেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ও ক্যারিবীয় বোলিং গ্রেট ওয়ালশ। চুক্তির মেয়াদ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। তার আগে তিনি নিজ দেশের জাতীয় দলের নির্বাচক ভূমিকায় ছিলেন।
খেলোয়াড়ী জীবনে ডমিনিকার সাবেক ওপেনিং ব্যাটসম্যান ছিলেন সেবাস্তিয়েন। বিগত কয়েক দশক ধরে তিনি ডব্লিউআইসিবি’র মধ্যে বিভিন্ন পদে কাজ করেছেন। গত ১২ বছর উইন্ডওয়ার্ড আইসল্যান্ডস টিম পরিচালনা করেন। এমনকি, গত ১০ বছর তিনি উইন্ডওয়ার্ড আইসল্যান্ডস বোর্ডের ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০