কোলপাক চুক্তি, অবশেষে ৬ বছর পর জাতীয় দলে ফিরলেন রাইলি রুশো

0
14

স্পোর্টস ডেস্ক:: কোলপাক চুক্তিতে দেশ ছেড়ে ছিলেন। তার আগ পর্যন্ত জাতীয় দলের জার্সিতেও ছিলেন দারুণ। প্রতিনিধিত্ব করছিলেন নিজ দেশকে। কিন্তুু বাড়তি সুবিধার আশায় ক্যারিয়ারের মাঝপথেই কোলপাক চুক্তিতে কাউন্টি ক্রিকেটে পাড়ি জমান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রাইলি রুশো।

কোলপাক চুক্তি শেষে দেশে ফিরলেও জাতীয় দলের ফিরতে পারছিলেন না। এক প্রকার বেকার হয়ে পড়ছিলেন। হতাশা কাজ করছিলো। তার মধ্যেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড সুসংবাদই দিলো রুশোকে। দীর্ঘ প্রায় ৬ বছর পর জাতীয় দলে ফিরতে পেরেছেন রাইলি রুশো।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে ক্যারিবিয়ান বোর্ড। সেখানে টি-২০ ফরম্যাটে জায়গা পেয়েছেন রুশো। প্রোটিয়া নির্বাচকেরা তাঁকে সংক্ষিপ্ত ফরম্যাটে সুযোগ করে দিয়েছেন, এবার যদি নিজেকে প্রমাণ করতে পারেন, প্রোটিয়া দলে টিকতে পারেন তবেই হয়তো ক্যারিয়ার দীর্ঘায়িত হবে রুশোর।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। তিন ফরম্যাটে তিনজনকে রাখা অধিনায়ক। টেস্টে প্রোটিয়াকে নেতৃত্ব দেবেন ডিন এলগার। ওয়ানেডেতে কেশব মহারাজা ও টি-২০ ফরম্যাটে দক্ষিণ অধিনায়ক হয়েছেন ডেভিড মিলার।

ইনজুরির কারণে দলে থাকতে পারেননি প্রোটিয়া টি-২০ দলের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার বদলে সংক্ষিপ্ত ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন ডেভিড মিলার। প্রথমবারের মতো প্রোটিয়া দলে ডাক পেয়েছেন তরুণ পেসার জেরাল্ড কোয়েটজি। সাউথ আফ্রিকার তারকা ক্রিকেটার কাগিসো রাবাদাকে ওয়ানডে ফরম্যাটের দলে রাখা হয়নি। ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট তাকে বিশ্রাম দিয়েছে। এছাড়া তিনি টেস্ট স্কোয়াডে আছেন।

টি-২০ স্কোয়াড:: ডেভিড মিলার (অধিনায়ক), এইডেন মার্কাম, তাবরাইজ শামসি, হেনরিখ ক্লাসে, কুইন্টন ডি কক, রাইলি রুশো, রিজা হ্যানড্রিকস, ট্রিস্টান স্টাবস, ভন ডার ডুসেন, ওয়েইন পার্নেল, এন্ডিলে ফেসুকায়ো, ডোয়াইন প্রোটরিয়াস, লুঙ্গি এনগিডি, কেশব মহারাজ, নরকিয়া, রাবাদা ও কোয়েটজি।

সাউথ আফ্রিকার টেস্ট স্কোয়াড:: ডিন এলগার (অধিনায়ক), রায়ান রিকেলটন, কাইল ভেরিন্নো, সারেল আরউই, কিগান পিটারসেন, রায়ান রিকেলটন, এইডেন মার্কাম, রাসি ভন ডার ডুসেন, খায়া জোন্ডো, ডুয়ান্নে আলিভিয়ের, কাগিসো রাবাদা, মার্কো জানসেন, সিমন হারমার, লুথো সিপামলা, কেশব মহারাজ, গ্লেনটন স্ট্রুমান, নরকিয়া ও লুঙ্গি এনগিডি।

ওয়ানডে স্কোয়াড: কেশব মহারাজ, (অধিনায়ক). কিগান পিটারসেন, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন, অ্যাইডেন মার্কাম, রিজা হ্যানড্রিকস, জানেমান মালান, রাসি ভন ডার ডুসেন, কইল ভেরিইন্নো, খায়া জোন্ডো, ডোয়াইন প্রোটোরিয়াস, এন্ডিলে ফেসুকায়ে, তাবরাইজ শাসমি, এনরিখ নরকিয়া, মার্কো জানসেন ও লিজাড ইউলিয়ামস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here