কোহলির সিদ্ধান্তে আমরা সবাই চমকে যাই- ভারতের প্রধান নির্বাচক

0
0

স্পোর্টস ডেস্ক:: ভারতীয় ক্রিকেট বোর্ড ও রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলির ‘বনিবনা’ হচ্ছে না এমন খবরই আসছে গণমাধ্যমে। কখনো কোহলি নিজে আবার কখনো বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী কথা বলছেন। এ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে অনেক।

বিশেষ করে বিরাট কোহলির নেতৃত্ব হারানো এবং রোহিত শর্মার নেতৃত্বে ফেরা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন, ভারতীয় ক্রিকেটে আবারো বিরাট কোহলি ও রোহিত শর্মার লড়াই চলছে।

এবার ভারতীয় দলের নির্বাচক, বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক ম্যান, সাবেক পেসার চেতন শর্মা কোহলি, রোহিত শর্মা আর অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, বিরাট কোহলি নিজেই নেতৃত্ব থেকে সরে যান। বৈঠকে তার এমন আচমকা সিদ্ধান্তে তারা সকলেই চমকে যান।

যদিও বিরাট কোহলি দাবি করেছিলেন, তাকে অনেকটা জোর করেই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী জানান, বিরাটকে জোর পূর্বক সরানো হয়নি। তিনি নিজে সরে যান, তাকে থেকে যাওয়ার অনুরোধ করলেও তিনি তা রাখেননি। ভারতীয় দলের নির্বাচক চেতন শর্মাও তেমনই বলছেন।

বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে বৈঠকে সবাই চমকে যান জানিয়ে নির্বাচক চেতন শর্মা বলেন ‘সভা যখন শুরু হলো, ওর ঘোষণা শুনে সবাই চমকে গিয়েছিল। কারণ সামনেই বিশ্বকাপ, এই সময় এমন খবর শুনলে স্বাভাবিক মানুষের প্রতিক্রিয়া কেমন হতে পারে? সভায় উপস্থিত সবাই ওর সিদ্ধান্ত আরেকবার ভাবতে বলেছিল। ওকে বলা হয়েছিলো, আমরা এই ব্যাপারে বিশ্বকাপের পর কথা বলতে পারি। সব নির্বাচক ভেবেছিলো বিরাটের সিদ্ধান্ত গোটা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

নেতৃত্ব থাকতে বিরাট কোহলিকে অনুরোধ করা হয়েছিলো জানিয়ে চেতন শর্মা আরো বলেন, ‘বিরাটকে বলা হয়েছিলো ভারতীয় ক্রিকেটের বৃহত্তর স্বার্থের জন্য হলেও সে যেন অধিনায়ক থাকে। ওই সভায় সব নির্বাচক, সকল আহ্বায়ক উপস্থিত ছিলেন। সবাই একই কথা বলেছিলেন। ওই পরিস্থিতিতে কে ভিন্ন কথা বলবে?’

এনএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here