স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্যারিয়ারে ২৬তম সেঞ্চুরির দেখা পেয়েছে বিরাট কোহলি। কোহলির সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে স্বাগতিকরা।
বিরাট কোহলির ব্যাটে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সাত উইকেটে জয় পেয়েছে ভারত। বিরাট কোহলির ১৫৪ রানের সুবাধেই ২৮৬ রানের বড় লক্ষ্যে খেলে জয় পায় দলটি। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ লিড নিল স্বাগতিক ভারত।
চন্ডিগড়ের পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে ৪১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। বিরাট কোহলির সঙ্গে মহেন্দ্র সিং ধোনির তৃতীয় উইকেটে ১৫১ রানের জুটি জয়ের পথে রাখে স্বাগতিকদের। দলীয় ১৯২ রানে ব্যক্তিগত ৮০ রান করে সাজঘরে ফেরেন ধোনি।
এরপর মনিষ পান্ডেকে নিয়ে বিরাট কোহলি সারেন বাকি কাজ। ৩৪ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন পান্ডে।
কিউইদের পক্ষে ডানহাতি পেসার ম্যাট হেনরি নেন দুটি উইকেট। অপর উইকেটটি নিয়েছেন টিম সাউদি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দুই বল আগে ২৮৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বাঁহাতি ওপেনার টম লাথাম করেন সর্বোচ্চ ৬১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান আসে সাত নম্বরে ব্যাটিংয়ে নামা জেমস নিশামের ব্যাট থেকে।
এছাড়া টপঅর্ডারে রস টেলরের ৪৪ ও টেলএন্ডার ব্যাটসম্যান ম্যাট হেনরির অপরাজিত ৩৯ রানের ইনিংসটি তিনশ’র কাছাকাছি স্কোর এনে দেয় নিউজিল্যান্ডকে।
উমেশ যাদব ও কেদার যাদব তিনটি করে উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ ও অমিত মিশ্র।
বুধবার সিরিরজের পরবর্তী ওয়ানডে অনুষ্টিত হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা০০